• One
  • Two

দূর্যোগ ভাতা প্রকল্প (নদীভাঙ্গন ও চর অঞ্চলের মানুষের জন্য)


আসুন নদী ভাঙ্গন ও চর অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই

আসমান ফাউন্ডেশন   বাংলাদেশের নদী ভাঙ্গন ও চর অঞ্চলের অসহয় নদী ভাঙ্গনগ্রস্থ ও বন্যার্থ মানুষের জন্য জরুরী দূর্যোগ ভাতা ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেছে এর আওতায় আমরা নদীভাঙ্গন ও চর অঞ্চলের ১০০০০ হাজার অতি দরিদ্র পরিবার মধ্যে নদী ভাঙ্গনের পরবর্তী ৬ মাস এবং চর অঞ্চলের জন্য বন্যা পরবর্তী তিন মাস ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি তেল ,  কেজি লবণ, ২ কেজি আলু বিনামূল্যে বিতরণ করছে।

পরিসংখ্যান

চলমান কার্যক্রম
স্বেচ্ছাসেবক
সারাদেশে প্রকল্প
সুভিধা ভোগী

ক্ষুধা জয় হোক

বিশ্বে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের অর্ধেকেরও বেশি অংশের বসবাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। মারাত্মক অপুষ্টি থেকে শুরু করে অতিরিক্ত ওজন ও স্থূলতা পর্যন্ত বিস্তৃত পরিসরে এবং প্রায় সব বয়সী মানুষের ওপরেই অপুষ্টির নেতিবাচক প্রভাব পড়ে, তবে বিশেষ করে শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব বেশি পড়ে এবং তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই অঞ্চলে ৭ কোটি ৯০ লাখ শিশু বা পাঁচ বছরের কম বয়সী প্রতি চার শিশুর একজন খর্বাকৃতির সমস্যায় ভুগছে এবং ৩ কোটি ৪০ লাখ শিশুর জীবন অকেজো হয়ে যাচ্ছে, যাদের মধ্যে ১ কোটি ২০ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং ভয়াবহভাবে ক্রমবর্ধমান মৃত্যু ঝুঁকিতে রয়েছে। যদিও গত দশকে শিশুর খর্বাকৃতির সমস্যা নিরসনে উল্লেখযোগ্য কিছু অগ্রগতি হয়েছে, তবে শিশুর জীবন অকেজো হয়ে পড়া ঠেকাতে খুব কমই অগ্রগতি হয়েছে।

আমাদের মিশনে যোগদিন
আপনি যেভাবে সাহায্য করতে পারবেন

অর্থ অনুদান (মাসিক অথবা এককালিন)

আপনার কিঞ্চিত সহযোগিতা অনেকগুলো নদী ভাঙ্গন ও দূর্যোগ চর অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জীবন বদলে দিতে পারে।

সেচ্ছাসেবক

আপনার যদি নদীভাঙ্গন ও দূর্গম চর অঞ্চলের মানুষকে দেওয়ার মত সময় ও কাজ করার ইচ্ছা থাকে তাহলে যোগ দিন আমাদের সাথে।

ভরণপোষণ

নদীভাঙ্গন বা চর অঞ্চলের একটি অতি দরিদ্র পরিবারের একজন মেধাবী শিশুকে সফল কর্মময় জীবনের দিকে ধাবিত করতে সহায়তা করুন।

চলমান কার্যক্রম সমূহ

স্বেচ্ছাসেবক প্রোগ্রামের জন্য নিবন্ধন

মানবতার সেবা

একটি জাতিকে অনুপ্রাণিত করতে আমাদের স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ অফিসের কাজ থেকে মাঠকর্মী পর্যায় পর্যন্ত প্রসারিত। আপনার যদি অবহেলিত সম্প্রদায়কে দেওয়ার মত সময় ও কাজ করার প্রতিশ্রুতি থাকে, তাহলে আমাদের টিমে আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছি।

আমাদের অভিযান সমূহ

Secured By miniOrange