আমাদের শুরুর গল্প (Asman Foundation)
Asman Foundation প্রতিষ্ঠা করেন যিনি, তিনি নিজেও একজন নদী ভাঙ্গন এলাকা থেকে উদ্ভূত হন। ধারনাটি তার মস্তিষ্কের বিকাশ এবং এটি তার দৃষ্টিভঙ্গি যা নদীভাঙ্গন ও চর অঞ্চলের অসুবিধাগ্রস্থ ব্যাক্তিদের স্বাবলম্বী এবং সমাজের আত্মসমর্থন অর্জনে সহায়তার জন্য সার্বিক পদক্ষেপ তৈরি করেছে। তিনি যখন আনুষ্ঠানিক ভাবে Asman Foundation প্রতিষ্ঠা করার আগেও বিভিন্ন দাতব্য কাজে নিয়োজিত ছিলেন আর এরই প্ররিপেক্ষিতে দেশের জাতীয় একটি দৈনিক পত্রিকা তাদের দাতব্য কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে।
আমারা Asman Foundation যেখানে কাজ করি
Asman Foundation একটি স্বেচ্ছাসেবক সংস্থা যা ১০ জন কর্মকর্তা এবং শত শত সেচ্ছাসেবক দ্বারা কার্যক্রম নির্দেশিত। নদী ভাঙ্গন ও চর অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক দূর্যোগ কালীন সময় খাদ্য সংকট নিরাময়ের জন্য Asman Foundation নিয়মিত দূর্যোগ ভাতা কর্মসূচী পরিচালনা করছে। এর আওতায় নদী ভাঙ্গন পরবর্তী ৬ মাস এবং বন্যা পরবর্তী ৩ মাস দূর্যোগ ভাতার মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয়। Asman Foundation গ্রহীতাদের মধ্যে সাহায্য ও বন্টন কারীদের মধ্যে থেকে দান শব্দ মুছে ফেলার চিন্তা থেকেই ‘দুর্যোগ ভাতা’ কর্মসূচী গ্রহন করে।
নদী ভাংঙ্গন ও চর অঞ্চলের অসহায় পরিবারের প্রচন্ড খাদ্যসংকটের মুক্তি দেওয়ার দৃঢ় এক প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যেতে চায় Asman Foundation
যাদের জন্য , যেখানে কাজ করি
আমরা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলির মধ্যে কাজ করি। প্রধানত বাংলাদেশের নদী ভাঙ্গন ও চর অঞ্চল। এই এলাকায় দূর্যোগকালীন প্রথম ৬ মাস নিয়মিত দূর্যোগ ভাতা, চিকিৎসা, অসুবিধাগ্রস্থ শিশুদের শিক্ষাবৃত্তি, খাদ্য সহায়তা প্রকল্প পরিচালনা করছি। এছাড়া দেশে যখন জরুরি অবস্থা সৃষ্টি হয় আমরা সেখানে মানবিক জরুরি সহায়তা নিয়ে থাকি।